Career

অ্যাসোসিয়েশন ফর প্রিভেনশন অব্ সেপ্টিক অ্যাবরশন, বাংলাদেশ (বাপ্সা)  একটি অলাভজনক বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা, যা প্রজনন স্বাস্থ্য সেবা প্রদান এবং প্রজনন স্বাস্থ্যের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। সংস্থাটির ক্লিনিক পর্যায়ে কাজের জন্য রুরাল রিপ্রোডাকটিভ হেল্থ ক্লিনিক এ (আরআরএইচসি-১) একজন একাউন্টস কাম-এ্যাডমিন অফিসার নিয়োগ করা হবে। প্রার্থীকে হিসাব বিজ্ঞানে মাষ্টার্স ডিগ্রী এবং এনজিওতে কাজ করার ২ বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে কম্পিউটারে এম.এস ওয়াডর্, এম.এস এক্সেল এবং  টালি সফটওয়ার প্রোগ্রামে পারদর্শী হতে হবে। । কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ/ শ্রেণী গ্রহনযোগ্য নয়। বয়সসীমা ৩০-৪০ বৎসর অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং বয়স শিথিলযোগ্য। কর্মস্থল- নোয়াখালী। 

আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন-বৃত্তান্তসহ মোবাইল নম্বর, ২জন পরিচয় প্রদানকারীর নাম, ঠিকানা ও ফোন নম্বর সহ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, এবং প্রশিক্ষণের সনদপত্রের অনুলিপিসহ আবেদনপত্র আগামী ১৪মে, ২০১৯ইং তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, বাপ্সা, বাড়ী নং-৬/৩, ব্ল¬ক-ডি, বড়বাগ, সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬ এ ঠিকানায় পাঠাতে অনুরোধ করা যাচ্ছে। 

কেবল মাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে সাক্ষাৎকার ও কম্পিউটার পরীক্ষার জন্য আমন্ত্রণ জানানো হবে। সাক্ষাৎকারের সময় শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও অভিজ্ঞতার সনদপত্র সঙ্গে আনতে হবে । সাক্ষাৎকারের জন্য কোনরকম ভাতাদি প্রদান করা হবে না।

(আলতাফ হোসেন)
নির্বাহী পরিচালক,বাপ্সা
  • Job Title : Accountant cum admin officer
  • Location: Noakhali

To fulfill the missions, vision and objectives of the organization BAPSA’s main strategies include: Policy decision for improving the reproductive health of the vulnerable and marginalized women, men, children and adolescents; top -down approach of decisions and involvement of all managerial and supervisors